বেলা ডুবে যাক এই অজুহাতে, সে হয়রান উজ্জ্বলতায়
নদী থেমে যাক এই অজুহাতে, সে ক্লান্ত ধাবনে
অজুহাতে বুজে যাক পৃথিবীর চোখ
অজুহাতে দেখা দিক ডুমুরের ফুল
অজুহাতে কোকিল ডাকুক গ্রীষ্মে বা বর্ষায়
অজুহাতে মরুতে বরফ পড়ুক তুমুল


শুধু অজুহাতে হারিয়ে যেও না তুমি
শুধু অজুহাতে ভুলে যেও না আমায়