কি জানি কার ঘুঙুরের শব্দে মুখরিত চারপাশ
ছাইদানির ছাইয়েরা তখন নিভে গ্যাছে
আমার চশমার ফ্রেম জুড়ে প্রতিবিম্ব
খই রঙের বেশে আপনিই কি সেই


হয়তো আবারও এসেছেন তিক্ত সুখ হয়ে
কিন্তু তবুও সবুজ হয়নি চতুর্দিক
আপনাকে স্বাগত জানানোর কিছু নেই আর
আমার সমস্ত ধ্বংসাবশেষে টুকরো টুকরো আপনি


এখন ঘুঙুরের শব্দেই বাঁচি আমি
সিংহাসনচ্যুত রাজা যেমন পুষ্পের মুকুট শিরে বাঁচে