দৈব প্রতাপ সুলভ তার কোমল কণ্ঠে
শুনেছি ভালোবাসি, শুনেছি থাকবো তোমার পাশেই!
পাশ ফিরলেই উদাস আঁখিতে দেখি
সে নেই আর পাশে , সে আর ভালোবেসে নেই


গগনচুম্বী প্রেমের পাল উড়িয়ে দিয়ে শুধুই
নিজেও উড়েছে সে কিসের ঝড়ে, পাল ছিঁড়ে খান খান
তরী বেয়ে আমি ডুবেছি সেথায় গুনেছি অশ্রু ঢেউ
অতল তলে বজ্র কণ্ঠে হাঁক ছেড়েছি পাইনি তাকে আর


কয়লা হৃদয়ের পোড়া গন্ধে খুঁজেছি আমি ছাই
হাত ছেড়ে সে কমিয়েছে ওজন কখন, পাই নি আমি টের
সোনার প্রেমের তরীর জন্য খুঁজি নি তার হৃদয়ে ঠাঁই
খুঁজেছি তাকে সাগর তলিতে, দেখা হয়নি তবুও আমাদের!