বিচ্ছিন্ন প্রেমের আড়ালে তুমিই সমস্ত তুমিই সর্বোপরি
এই কোটির পরীর দেশে তবুও মন অন্যকে চায়নি
তুমিই নীলাঞ্জনা তুমিই রঞ্জনা, যামিনী, পার্বতী, রাধা
প্রশস্ত মন কুঠুরিতে একটাই নাম তোমার নাম


প্রেম ব্যক্ত করার ভাষা কবিতা হলে তুমিই আমার আবেগ
অন্য কোথাও এই মন গলে গেলেও আবার বরফ হয়
তবুও তুমি প্রেমে, তুমি ধোঁকায়; তুমি হৃদয়ে, তুমি মস্তিষ্কে
তোমার প্রেম বৃষ্টি হলে আমারও স্বভাব চাতক এর জেদ
তুমিই নীলাঞ্জনা তুমিই রঞ্জনা, যামিনী, পার্বতী, রাধা