এক যে ছিল ভিন গ্রহ আর নীল জোনাকির দল,
রুপোর  আলোয় ভিজতো  বাতাস আর  হিজল গাছের তল।
ঘরগুলো সব কলাপাতার লাল রঙা সব ঘাস,
মানুষ সব শুকিয়ে এখন পুতুল করে বাস।
শিক্ষা আছে, ডিগ্রি আছে, ভর্তি বিদ্যের ঝুলি -
সেসব নিয়েই বেসামাল সব ,কলেজ সেরেই কুলি।
অনেক পুতুল পায় না খেতে রাস্তার ধারে থাকে,
অনেক পুতুল অন্ধ কারণ গর্ব তাদের নাকে।
বন্ধু সেখানে সরকার আর শত্রু নারায়ণ,
বত্রিশ পাটির হাসি নিয়ে বিষণ্ণ দিন যাপন।
খালি পেট আর খালি হাঁড়ি, মাঝে উই পোকাদের রাজ,
সমাজ সেখানে ধূলিকণা গিরগিটি পায় লাজ।
ধনী সাদা পুতুল গুলো ধুয়ো টেনে হাঁচে,
রোগা কালো পুতুল গুলো ভাতের ভাপে বাঁচে।
বাচ্চা পুতুল দেয় যখন ফাঁকা স্তনে টান,
মা পুতুল করছে কেবল শুকনো চোখে স্নান।
রাজা পুতুল মন্ত্রী পুতুল কাটলে পরে বেলা,
সোনার খাটে জপে তারা তুলসী কাঠের মালা।