অশ্লীল বাতাস,
স্বর আর ব্যঞ্জনের অবাদ মেলামেশা,
ইথারে ইথারে  সন্ধি হচ্ছে,
সিদ্ধ ইচ্ছা বেছে নিয়েছে মহাকাশ ষ্টেশন,
এই জমিন ভরে গেছে  মাইক্রোসকপিক ষড়য়ন্ত্রে।


অবকাঠামোর দেয়ালে আঘাত করে ফিরে আসে বিদ্ধস্ত হাতুরী
এখানে-ওখানে থেকে থেকে  শুরু হয়ে থেমে যায়  শুদ্ধ রেওয়ায
সগৌরবে হেকে যায় ফেরিওয়ালা, পথশিশু মুখ লুকায় ডাষ্টবিনে।
লাল-নীল লিটমাস, সোডিয়াম লাইট ,আলোকীত সমাজ!


মিসাইল সভ্যতায় ইউরেনিয়ামের মহামারি,
তৃতীয় পাণিপথ রোজ রোজ দেখি,
পরিত্যক্ত   অবকাঠামোর  রিসাইক্লিং চলে,
হতাশার আশ্রম ভরে গেছে
পূন্য বাণী  -ঈ  এখন পূজি।