এক ঝটকায় জাগ্রত হলাম সেরাতে,
ঘুমের পাহাড়ের নীচে চাপা পড়েছিল দেহ, তখন
ঝটীকা কম্পন-ভূকম্পন নয়,দেহ কম্পনে কম্পিত হয়েছিল রক্ত মাংস।
আর আমার ভয়েরা পালিয়েছিল কাপুরুষের মত।
মহাকাশ কি দুলেছিল তখন?


রক্তাক্ত সাগরে আগুনের বরম পরা ডুবুরী,
এক আমি ,হাবুডুবু খাচ্ছি-ঢেঊয়ের কষাঘাতের আড়ালে ছিলাম
নিশ্চুপ আসামি।
চারপাশ,চারপাশ শুধু বিভীষীখাময় কারেন্ট জাল,
হা করে গিলতে চায় রাক্ষস বড়শী।


উগ্র উচ্ছাস-ভরপুর জল্লাদীপনা তীর জুরে।
বিষাক্ত নর-নারী হাসছে দাqqত খিচিয়ে।
আহা!! ভীষণ কাqqপি-কqাদি-আগুন জলে দেহ ভাসি।
অমাবস্যার নিকষ আধারে,
পথ দেখায় তারা খচিত আqqচল ঢাকা মুখে
আমার জননী।


বৈরী সাগরের উত্তাল ঢেউইয়েরা আগুনের ফেনা তুলে,
তীরে হেলে পরে,আমাকে নিয়ে,
আমায় বানায় নূড়ি প্রজ্জল,
আমি প্রবাল -রত্ন পাথর তোমাদের ভীরে।