আমি জানি,একদিন সব স্মৃতি হবে,
   শুধু সুখ আর সুখেরা থাকবে চারপাশে।
আবার পিওন এসে হেqqকে যাবে
             দরজায় কড়ানেড়ে।
হয়ত পাবো,সেই চিঠি,
  পোস্ট হয়েছিল কোন দু;খের কালে।
আমার কোন দু;খ আর দু;খেরা
      সেদিন ভাগ দিয়েছিল আমায়।
কষ্টের কোন সন্দেস দিয়ে।
আমাকে আলাদা করে দিবে
     সুখের বিলাসিতা থেকে।
আমি অসহায়।হায়! দু;খের হাতে।
সুখেরা তখন থাকে
     অনেক দুরে..., আমার স্পরশের বাইরে।
উঠান জুরে ভীর জমায় সকল দু;খেরা।
সুখ গুলু উড়ে বেরায় তখন
           দূরের আকাশে।