দুরত্ব মাপিও না-ঐটা যায় না মাপা,


ঐটা চিন্তার বিলাসিতা,আধিকতা-ঐ পথে আছে শুধু খাজকাটা।


বৈরী -ব্যবধান অথবা তুমুল গঞ্জনা ,


হৃদয় থেকে উত্সারিত হয়  ঘৃনা,উপেক্ষা করে অসহনীয় প্রসব বেদনা।


আসখ্য তারকা  গননার খাতা বেহিসাবে ভরা,


ভারি বারিপাত ঝরায় দুচোখের তারা,অগভীর মুক্তির পথ কাqqদায়  আQQটা।


মূখোরোচক কথা ফিরে আসে তখন প্রতিধ্বনি হয়ে,


নিরমল জ্বলে স্নান করে আত্মা শুদ্ধ  চেতনায় ফিরে,ঢের পথের স্থান নেই হৃদয় তীরে।


ঐ শৃগাল ডাকে,পীছনে -গভীর জংলার ঝোপে,


তেরে আসেনা ওরা,প্রহসন -ভয় জ্বাল বুনে হষ্র বাজিয়ে।


তাই  দুরত্ব অগাধ আসীম প্রানে-এখানেই হার মানে ,


এখানেই থেমে যায় সব নীরবে-অগোচরে।