এখনো জ্বলছে সিগারেটের বাকিটুকু,


অপূর্ণ সুখ তারে পেয়ে বসে ছিল


ভালোবাসা শুধু নিকোটিন হয়ে,স্থবির হয়ে পড়ে আছে এস্ট্রেতে।


মাতাল প্রেম ছন্দ তোলে,


সিদ্ধি ভরা কলকিতে,


ধোQQয়ার বাস্প রক্তে মিশে


গাজন জলে ডুব দিয়ে দেখি,


ভরপুর প্রেম স্বর্গ পারে।


অগভীর সুখ হাত বাড়ায়,


চন্দ্রাবতীর চোখের কোনে,


দূরদেশেতে তার রাজকুমার এক


শরাব গিলে রূপার পেয়ালেতে।