এই চিট চিটে গরমে,ভেপসা শরীলে,
মন্থর সময়ে
তিব্র জানজটে চাকা থেমে গেছে,
ধূলার মায়াবী ছাউনি এখানে ওখানে
শহুরের গলি পথে,এতটুকু ছায়া পাচীল ঘেষে,পরম মমতার মত ছুয়ে যায় জননীর আচল হয়ে।
ফুটপাত দখলমুক্ত হয় দ্রুত পায়ে।
এখানে ওখানে সুশীতল ছায়ার মাঝে,
স্নেহ ঢেলেদিয়েছে সমস্ত দেহ জুরে।
অমোঘ শান্তিজল স্নান করায়
নিরবে নিঃশব্দে তোমাকে ভাবায়,
তুল তুলে ছোয়ার হিম বায়
মৃদুমন্দ নৈর্ঋত ছুয়ে যায়,
শুধু রেখে যায় সব রেশ আর তোমার বিমলীন ভাবনা।