বলেই যেও তুমি
বলিনি আমি,
সাঁকোটা ভেঙে দিলাম
ওপারের যাওয়ার ইশতেহার প্রত্যাহার হবেনা
অঘোষিত নিমন্ত্রনে।
তবুও বলে যাও তুমি
এত বলি আমি -একতরফা গীতি
অচল ভাষা না আমি!
ইন্দ্রিয় গুলু বিচ্ছিন করাহোক
এই পৃথিবীর প্রস্থান দখলে আছে,
উহ শব্দটাও ছুয়ে যায়
ইয়াকূত ভেদ করে।
কি বলব আমি!
আমি ভাস্কর্য, আমি কাদামাটি,
সূর্য ঢেকে চাঁদ তারা জালিয়ে যাও
মহাপ্রলয় দিয়ে খরা ভাসাও,
তোমার নীরবতা আদূরে স্পর্শ শিরায় মিশে দাও
আমার সচল দ্বিচক্রযান তুমি প্যাডেল চালাও।