গ্যালারিবিহীন প্রদর্শনী চলছে,
আজ, তোমার লুকানো হাসি এখন মহাসিন্ধু,
বিজড়িত বিজরীর উল্লাস করোনা,
স্যাঁতসেঁতে সব জরিয়ে আছে সমস্ত ধূলা বালি আর অখাদ্য খিস্তি,
নিবারন করার চেষ্টা মানে মারিয়ানা ট্রেঞ্জে সিলিন্ডার রেখে ডুব দেয়া,
শীতের অকালেই এভাবেই বৃক্ষতল ভরে যায়, সবুজের সমাধি হয়
,সবুজরা পচেনা -মৃত্যুর পরেও মটির পুষ্টি খাদ্য।
প্রদর্শনীর পরিধির প্রসার বাড়ছে,
মেঘালয়ার হাত যেভাবে বাড়ে আকাশ ছুতে,
সাগর-মহাসাগর রেখে,দেশ হতে মহাদেশে
মাধবীলতা আর অনেমেষ শুধু কালবেলাতেই নেই,
নকশাল বলে কিছু নেই,
উন্মুক্ত জীবনের স্বাধীন স্রোত
এভাবেই অবাধ্য হয়ে আছড়ে পড়ে সাগর তীরে,
আবার আসে,বার বার আমাদের ভীড়ে।