এ বছর বৃষ্টি হল,রেকর্ড ভঙ্গ হল পূর্বের সব,
বৃষ্টি হল ২৪৩মি. মি.
এই বাংলায় থেকে মনে হয়েছিল
চেরাপুঞ্জির বাসিন্দা ছিলাম এ বছর বর্ষায়,
এক ফোটা জল আমায় ছোয় নি,
আমার ধান -বীজ,শস্যাদি মারা গেল,
উঠান ফসলী-মাঠ ফেটে চৌচির হল।
উধাও হল সমস্ত জল,
কোথায় গেল আকাশ প্লাবন!!
এ বছর বৃষ্টি হল
২৪৩মি. মি.
আমার শরীর আয়োডিনের স্তূপ পড়ল
ঘাম গুলু শুষ্কতা নিরবে শুকাল,
ওড়া,ফোটা ফোটা হয়ে ঝরতে পারেনি
তাই রক্তকে বলেছিল পানি হয়ে ঝরো,
বাচাও ওদের,আমরাও বাচব!
আমার সমস্ত শস্য মারা যাচ্ছে
আমার হাহাকারে আকাশ কালো হচ্ছে,
ওদের বেচে থাকার আহ্বান এ
ওদের আহাজারি আমি দেখেছি চোখ বুঝে,
মিশে যাচ্ছিল ওরা মাটির সাথে।
কোথায় গেল সমস্ত শ্রাবন!
আমাদের জন্য দেয়া ২৪৩মি. মি বৃষ্টি!
আমি,আমার শস্য,শুষ্ক মাঠ পায়নি এক ফোটা জল।
সবাই বলছে বণ্য হবে,দেশ ভেসেছিল বটে।
আমার আনন্দ অশ্রু না ঝরেই আবার বিলুপ্ত হল,
শুনেছি, সুইমিং পুলে ২৪৩মি. মি. বৃষ্টি রিজার্ভ এ আছে,
শরের আলীসানে সজ্জিত পুকুরে বৃষ্টি বিলাস করে।
শাওয়ারে,বাথটাবে ওরা বর্ষা উপভোগে মাতে।
প্রত্যেকটা ফোটা কি তাহলে চলে গেছে ওভাবে?
সুখের ককব্জায় ২৪৩মি. মি. জল!
আমি যে বেশী খুসী ছিলাম কালো মেঘ দেখে,
আনন্দে পুরা পাড়া মাতিয়ে ছিলাম এ বছর ফসল দ্বিগুন হবে!
অভ্যর্থনা জানালাম,খুশীর প্রা র্থনা করলাম,
তবুও ছোয়নি আমায় এক ফোটা জল,
আমার সমস্ত ফসল নষ্ট হলে
নষ্টদের জন্য।
২৪৩মি. মি. শুধু রেকর্ড হল,পানি অভাবে সব ক্ষেত পুড়ে গেল।
আজ ২৪৩মি. মি বৃষ্টি
তবে কি! মধ্যসত্তাভোগীদের পণ্য হল!ও