তোমার জন্য সমস্ত সীমারেখা কালোপরদা উন্মুক্ত করা হবে
যদি সীমানার কাটাতারে কোণ ফেলানী না ঝুলে,
যদি মুছে দাও প্রত্যেকটা রক্তের দাগ
ফিরেয়ে দাও রক্তের প্রান
সমস্ত চুক্তি হবে মীমাংসীত পথে।


তোমাদের কথা ভাষা নয়, ওগুলি,কথা না মলত্যাগ ঝরে।
মড়ক ,মহামারী খেলে যায় শান্ত সভ্যতার জুরে।
নিরাপত্তার নামে যে গুলি ছোড়
ঐটি বানায় তোমায় হত্যা কারী।


ফেলানী,একটী গোছানো মানবীর নাম।
জুথ থেকে ছিন্ন হওয়া কোণ পাগলা হাতি নয়
চাইলেই নল তুলে ধরো হিংস্রতা নিয়ে।
ঐ ছিন্ন হওয়া রুহু  হাজারো স্বপ্ন নিয়ে মরে।
সুমেরীয় আইন চাই
মাননীয়ার কাছে।


কার জন্য তুলে নাও বন্দুক!
কার জন্য দিন রাত চেয়ে থাকো ঘুমহীন চোখে!
তোমার অন্তস্টীক্রীয়ায় সে লিখাবেনা নাম তোমার ইতিহাসে,
তোমার্  মৃত্যুতে হবেনা প্রতিবাদ , চাওয়া হবেনা মানবিক বিচার,
আমাদের একটা ফুল ঝরে গেলেই করি তুমুল প্রতিবাদ।
এই দেশের পিতা,এই মাতৃভূমি,প্রত্যকটা সন্তান
একটা একান্নবরতী  পরিবার,
একজনের ক্ষুধায়,একজনের মুক্তি তে
সমস্ত বাংগালী লড়ি।