এখানে ঘর মায়ার দেশে
স্ববাক স্বপ্নেরা উড়ে বেড়ায় প্রজাপতির ডানায়,
মালিকহীন হয়ে গেছে মুক্তি পেয়ে।
নিলাম ডাকছে ওরা,
ওখানে বেমানান রসদ,্তাই উপবাস থাকতে হবে
স্বপ্ন্বকে মালিকানা বদলানোর উত্সব হয়।
শিকড় ছাড়া ওরা ,
স্বপ্নের শিকড় কেটে দেয়ার প্রজ্ঞাপন আসে।
নূন ভাতে নাকি
স্বপ্নেরা অপুষ্টিতে বড় হবে!