প্রেম উড়ন্ত , চারপাশে প্রেম
নিমজ্জিত প্রেম
উপচে পড়ে -প্রবাহিত প্রেম,
হাত-ওষ্ট  ছুলেই প্রেম হয় না।
হেমন্তে- বৈশাখে  শুরু হয় বসন্ত
প্রেম সাড়ি - সাড়ি  ,আবদ্ধ করোটিতে
লাল-নীল ছবি।
মনের চারদেয়ালে হরিণ ছবি
আর, চারপাশে  খেয়ালী দৃষ্টি কোন বাঘের।


হাওয়াই মেঘের দেশে  বৃষ্টি প্রেমের  চলে প্রেম বিনিময়
মেঘ ছুতে হাত বাড়িয়ে দেয়
এক অভিলাস ,শুরু হয় প্রেম।
এপিটাফের ভিত্তিপ্রস্তরে ,
মৃত্যুর মাঝে
প্রেমের গভিরতায়
প্রেম থাকে ভরপুর,
শক্তিমান ও সারথক প্রেমিক মৃত্যু
বরন করি সব চিরায়িত যতনে।