তারপর একটা একটা স্বপ্ন খুন করে
অতঃপর  হৃদয়ে গড়ে তুলেছিলাম এক বধ্যভূমি
এবং সেখানে এখন গোলাপ ফুটেছে
আমি গোলাপের ঘ্রান নিতে পারিনা
শুধু যন্ত্রনা , শুধু আর্তনাদ, বেচে থাকার
ঘোলাটে হয়ে যায় উজ্জল সূর্য টা
আর আমার বেচে থাকাটা খুব বিদ্রহী
স্রোতের বীপরীতে পাল্লা দিয়ে স্বপ্ন নিয়ে ঘুরি


রঙীন রোদচশমার ওপারে সাদাকালো অতীত হাতছানি দেয়
থেমে যাই  রাজপথের স্পীডব্রেকারে  
কোন গলিপথ থেকে ভেসে আসে বাতাসের কানাকানি,শোরগোল
তখন ফিরে এসেছে বসন্ত
চলে রেমিনিস্যান্স  যুগল সন্ধ্যার সেইক্ষন
শুরু হয়  হাইমন, কোয়ান্টামত্বত্ত ও শীথীলায়ন
অতঃপর
অপমৃত্যুর পর  স্বপ্নরা আবার জেগে উঠুক।