একদিন, হাসিমাখা গজদন্তটা বুকের মধ্যে আর ঢেউ তুলবে না;
একদিন, কারোর স্মৃতি মনে পড়লে জোরপূর্বক পেঁয়াজ কাটতে হবে না!
একদিন, চোখে চোখ পড়লেও কোনো ঘ্রাণ সারা শরীরটাকে জড়িয়ে ধরবে না।
সময়ের স্রোতে সবকিছু এগিয়ে চলে নির্লিপ্ততায়..


একদিন, চারপাশের নীরবতা দমবন্ধ হয়ে উঠবে;
একদিন, আয়নার সামনে নিজেকে বড্ডো অচেনা ঠেকবে!
একদিন, কাছে আসার কারণগুলো বোকা বোকা মনে হবে।
অনুভূতিদের প্রাণ হারিয়ে যায় অদৃশ্য গহীনতায়...