তোমার মুখের পাশে কাঁটা ঝোপ,একটু সরে এসো
এ-পাশে দেওয়াল,এত মাকড়শার জাল!
অন্যদিকে নদী,নাকি ঈর্ষা?
আসলে ব্যস্ততাময় অপরাহ্ণে ছায়া ফেলে যায়
                                         বাল্য প্রেম
মানুষের ভীড়ে কোন মানুষ  থাকে না
অসম্ভব নির্জনতা চৌরাস্তায় বিহ্বল  কৈশোর
এলোমেলো পদক্ষেপ, এতদিন পরে তুমি এলে?
তোমার মুখের  পাশে কাঁটা ঝোপ,একটু সরে এসো!