রাস্তাঘাটে হাঁটতে গেলে
চোখ পড়লে নারীর বুকে,
পুংজননেদ্রী দাড়িয়ে যায়
পুরুষ হয়ে-ই রইলে ভাই,
মানুষ আর হইলে কই?


ভীড় যায়গা, সরু গলি, ভীষন রকম ধাক্কাধাক্কি
তোমার হাত ছুঁলো স্বইচ্ছায়-
নারীর নিতম্ব কিংবা মাংসপিণ্ড
পুরুষ আর তুমি রইলে কই?
তুমি তো ভাই পুরুষ নও,
আস্ত খাঁটাশ- জানোয়ার।


প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র!
গলা শুকাও- করো মাংসের রাজনীতি,
তোমার হাতে রেহায় পায়না
বাচ্চা, বুড়ো, যুবতী,
তুমি তো ভাই আস্ত খাঁটাশ
নুনুতন্ত্রের কান্ডারী।


পোষাক নিয়ে তোমার যত ধর্ম গোঁড়ামি
"চোখ সংযত করো" ধর্মে লেখা, চক্ষে দেখনি?
তুমি আবার স্বার্থকানা, চোখে দেখনা
বাচ্চা যখন ধর্ষণ হলো,
আর্তনাদ কানে গেলো না?
তুমি ভাই যাই হও- পুরুষ নও,
মানুষ তো মোটেও নও
তুমি ভাই আস্ত খাঁটাশ, পাক্কা জানোয়ার।