আমার ভীষন একা লাগে
এই মানব চত্বরে- বেখেয়ালী লাগে
আমার ভীষন একা লাগে
পাখি ডাকে- সন্ধ্যা নামে, হেয়ালী লাগে
রাত নিভে আলো ফুঁটে- পথিকেরা পথ চলে
আমার তখন একা লাগে
সূর্যকিরণ ভ্রান্ত অশান্ত লাগে।


আমার ভীষন একা লাগে
যখন সবাই আমার পাশে থাকে,
স্রোত বয়ে নদী চলে-
জোয়া-ভাটায় শান্ত প্রশান্ত লাগে
আমার তখন ভীষন রকম একা লাগে।


আমার ভীষন একা লাগে
প্রেমিকার মাথা কাঁধে থাকে
চুপচাপ বাক্যালাপ চলতে থাকে
শান্ত চোখে আনমতে ভাবনারা সব খেলতে থাকে,


আমার ভীষন একা লাগে
এই ব্রহ্মাণ্ড হৃদয়হীন পাষাণ লাগে
জ্যান্ত দেহে আমায় এক মৃত লাশ লাগে
চারিদিকে সব বিষধর সাপ লাগে
চোখের মাঝে স্নিগ্ধ জল ভাসে
কেমন যেন আবেগী ভাব লাগে
আমার তখন ভীষন রকম একা লাগে।