বেশতো আছিস- রঙ্গীন জীবন
অন্যের কাঁধে মাথা রেখে,
বেশতো আছিস- ছিঁড়ে মায়ার বাধঁন
আলতো রোদ্দুর মেখে।


বেশতো আছিস অন্যের ঘরে
লোক দেখানো ভালো,
আমি তো ছিলাম শ্যামবর্ণের
তুই বললি কালো।


বেশতো আছিস ছন্নছাড়া
বিলাসিতার মাঝে,
আমি তো আছি স্বপ্নহারা
গভীর ঘুমে সাঁঝে।


বেশতো আছিস রঙ্গীন বেলায়
চোখ ধাঁধানো খেলায়,
এবার না হয় হারালি আমায়
অলস দিনের হেলায়।