অখণ্ড অনন্তে
রুমা চৌধুরী  


সূর্যোদয়ের পথ থামে সূর্যাস্তের সাথে
শেষ হয় দিন যে এসেছিল প্রাতে।
প্রিয় মিনারের দম্ভ ছিনিয়ে নেয় সময়
যা শুধু আমার ভাবি তা আমার নয়।
গড়েছি যা নিজ হাতে ভেঙেছি নিজেই
সৃষ্টি ছুটছে পথ বিনাশের সাথেই।


'শুরু'-র পিছনে 'শেষ' চলে পা গুনে
'মৃত্যু' হেঁটেছে পথ 'জীবনে'-র প্রেমে'।
'সভ্যতা' এগিয়ে চলে 'ধ্বংসে'-র ক্রোড়ে
অবশেষ রয়ে যায় কালো অক্ষরে।


সূর্য চন্দ্র তারা কালে নিয়মে
হারাবে অস্থিত্ব সব নিয়তির ক্ষণে।
অখন্ড অনন্তে এটাই নিয়ম
ঋদ্ধি সিদ্ধি সত্য ওঙ্কারিত ওম।।