ব্রাত্য জীবন
রুমা চৌধুরী


সাতের বছর বয়েসী পুতুল দাস
স্কুলের গন্ডী পেড়িয়েছে সম্মানে
মা বাবা কে দেখেনি অনেকদিন
কিছু পোড়া স্মৃতি - ছায়া ছায়া - অণুক্ষণে।।


দিদিমণির সাথে এক বাসে যায় স্কুল
সাইন্স পড়ার ইচ্ছেটা আজ ফিকে
"হোমে " তার খরচ জোগানো কঠিন
তবু, বাস্তব চলে স্বপ্নের রঙ মেখে।।


"হোমে"  আরও কুড়ি জন তার সাথী
চার বছরের লালী এসেছে দুই মাস
'জিরো ক্লাস' এর নতুন ছাত্রী সে
তার জীবনেও মৃত্যুর সহবাস।।


স্বামী পরিত্যক্তা অনুভা, এখানে বাঁচে।
"হোমের" মেয়েরা তার মেয়েরই মতো
স্বামীর রোগ দেয়নি তাকেও নিষ্কৃতি
সভ্য সমাজে এইডস শিশুরাও ব্রাত্য।।


লড়াই চলছে বাইরে এবং ভিতরে
জীবন তাদের শিখিয়েছে পথ চলা
"এইডস" শুধু রোগের নাম নয়
সমাজের স্রোতে দুমুখো মৃত্যু ফলা।।


-------------------------------------
**
কিছু দিন আগে "এইডস" আক্রান্ত শিশুদের ( আঠেরো বছর পর্য্যন্ত) জন্য একটি হোমে (বিশেষ কারণে হোমের নামটি বললাম না) গিয়েছিলাম তাদের দেখতে। তাদের নিয়েই এই কবিতা।