এস বিপ্লবে এস সংগ্রামে এস আবাহনে দাও প্রাণ


- রুমা চৌধুরী


এলগিন রোডে ঐ বাড়িটা আজ ও আছে
গেটের পাশে ফলকে লেখা 'জে এন বোস'।
ভেতরে রাখা গাড়িটা আজও অপেক্ষাতে
সাতষট্টি বছর সময়ের ভারে নির্লিপ্ত অশোক।


ইতিহাস আজও অপেক্ষাতে
গুনছে পাতা
নীরবতা আর উদাসীনতায়
মুছেছে ব্যথা।


তোমার বাড়ির ফুটপাথ
যাদের আঁতুড় ঘর
শোনেনি তারা তোমার
নাম জীবনভর।


বোঝেনি তারাও
আজকে যারা চালায় দেশ।
ভুলেছে ওরা তোমার ত্যাগ
আর দুঃখ ক্লেশ।


আজকে তুমি ফটো  আর
মালার মাঝে
হারিয়ে গেছ বাহারী টুপি
নেতার সাজে।


ইতিহাসে গড়েছিলে
স্বপ্নঋণ
বাস্তব আজ রুঢ় কঠিন
অগ্নিবীন।


এস একবার নতুন ভোরে বিপ্লব হয়ে
অহল্যারূপী সমাজবোধকে স্পর্শ দিয়ে
ইতিহাসের পাতার মাঝে অক্ষর হয়ে
ফুটপাতের ওই শিশুর পাশে স্বপ্ন হয়ে
জাগাও মোদের ভোরের আলোর কিরণ হয়ে।