কবি ও কবিতা
রুনা চৌধুরী


কবিতা আর কবি যেন
কৃষ্ণ আর রাধা।
নিত্য নতুন সুরের রঙে
প্রেম ডোরেতে বাঁধা।


কবিতা জাগে কবির মনে
আধেক ঘুমে জাগরণে
সুরের ছোঁয়ায় ওঠে মেতে
নিত্য নতুন প্রেমে।


কখনো যেন অভিমানী
চিনেও, কিছুই না চিনি,
কাছে এসেও রয় না সে যে বাঁধা
কবি মরে ঊহ্য প্রেমে
সুরের খেয়ার আপন রঙে
আনন্দঘন শ্যামাঙ্গিনী কৃষ্ণপ্রেমী রাধা।