পঞ্চমীর পাঁচ কাহন
~রুমা চৌধুরী  


চতুর্থী জ্যামজট
পঞ্চমী ব্যস্ত
হুড়োহুড়ি ছোটাছুটি
ঠাকুরটা মস্ত।।


রাস্তার ওই পারে
পায়ে হাঁটা সমুদ্র
সকালেই বেশ ভীড়
ঝাঁঝাঁ রৌদ্র।।


কে শোনে কার কথা
কানে সব হেডফোন
গ্রামাফোন উঠে গেছে
হাতে নিয়ে লন্ঠন।।


পার্লারে মহাভীড়
সময়টা ছুটছে
আনস্মার্ট স্মার্টফোন
ঘন ঘন বাজছে।।


মলগুলো ভর্তি
সেলফির সাত রঙে
হিজিবিজি প্রেম চলে
ভীড় ঠেলে এক কোণে।।


হাত রেখে স্টেয়ারিং এ
মন যেন ছুটছে
সিগনাল লাল হয়ে
মিটিমিটি হাসছে।।