রাজা আসে যায়
রং বদলায়
দেশটা যেন রথ হয়ে যায়,
শেয়ার সূচক এক ধাক্কায়
হাজার সংখ্যা এগিয়ে যায়।
রাস্তার মোড়ে ভিখারীটা তবু
একই ভাষায় ভিক্ষা চায়।


কালের স্রোত বড় ক্ষয়মান
ক্ষইছে জীবন যৌবন মান।
মূল্যবোধের নিক্তিগুলো
মাপছে শুধুই বিত্তের মান।
দেশ আর দেশবাসী যেন
স্কেলের বিপরীতে থাকা দুই নাম।


চলেছে দেশ গতিময় পথে
রাজার সাথে শত সেপাই।
আমরা শুধু পিছিয়ে পড়ি
আমরা কেন পিছিয়ে যাই?