ঐ দেখ ওই সবুজ অবুঝ মন
চক্ষু মেলে অবাক চোখে
দেখছে বিশ্বভুবন।


বাণের ফলায় এসেছে প্রেম
ভেঙেছে তাদের হৃদয়
এখন তারা ব্যর্থ প্রেমিক
এটাই যেন পরিচয়।


প্রেম ছিল এক পাতা
আটকে ছিল গাছে
শীতের খবর পাওয়ার আগেই
আপনি ঝরে গেছে।


ওরে সবুজ ওরে অবুঝ মন
শীতের শেষে বসন্তের
হবেই আগমন।


মাঝখানের এই দিনগুলো
প্রাণ খুলে সব হাস।
দুঃখ সুখের সকল রূপেই
জীবনকে ভালবাস॥