মিটিং মিছিল চিত্কার
বল না কর্তা, কি ব্যাপার?
লোকগুলো সব চলছে যেন বেটার বিয়ে।
                      নারে বুড়ি, দেশ স্বাধীন হল।
                          সাহেবগুলো সব পালাল।
                        এক্কেবারে তল্পিতল্পা নিয়ে।
সত্যি বুঝি! কোথায় গেল?
কি করে স্বাধীন হল?
স্বাধীন হলে কি হবে?
                     স্বাধীন হলে খেতে পাবে।
                     নতুন কাপড় পরতে পাবে।
                     সব দুঃখ পালিয়ে যাবে।
স্বাধীন হলে খেতে পাব!
মরা ছেলে ফেরত পাব!
সব দুঃখ পালিয়ে যাবে?
আকাশ কুসুম হাতে পাব!


দে না বাবা, ভাত আর নুন
পেটে আমার জ্বলছে আগুন।
মায়ে ঝিয়ে বাড়ি গিয়ে
দু দিন ধরে খাব জারিয়ে ।
পান্তা ভাত বাসি হল।
আমার ছেলের পরান গেল
তোদের দেশ স্বাধীন হল।