প্রিয় বসন্ত,
আজ জুঁই ফুলের  স্নিগ্ধ সৌরভে
তোমার পলাশরাঙা গোধূলি আলো
আমার মনেপড়ে।


তোমার সুরে বইয়ে ভেলা আজ আমি
বহুদূর
এখন শুধুই নীরবতা মাখা তপ্ত জ্যৈষ্ঠ দুপুর।


তোমার আলোয় চিনেছি শিমুল কৃষ্ণচূড়ার রঙ
আলো আঁধারি জ্যোৎস্না আজ উদাসী যৌবন।


এখানে তপ্ত নিশীথিনী চাঁদে বাজে বাউলের সুর
বেল জুঁই ফুলের স্নিগ্ধ সুরভি ভরেছি হৃদয়পুর।


বসন্ত তুমি,
হৃদয়ে আমার বিরহবিধুর স্মৃতি
শত দুর্গম একলা পথে গেয়েছি তোমারই গীতি।