রচনাকাল- ১২ই নভেম্বর ২০২০


আমি বেদ মানিনা, শাস্ত্র জানিনা;
তন্ত্র-মন্ত্রের ধার ধারিনা।
দিবস-রজনী তোমারি আরাধ্য রই;
যমুনার কুলে বাঁশির সুরে কান পেতে রই।
পলকে পলকে তোমারি ছবি আঁকি অক্ষি-ক্যানভাসে;
অচ্ছ্যুত/অদৃশ্য তোমারে খুঁজি অনুভবে,অনুরাগে।
আছো প্রেমে, আছো দ্রোহে, আছো কামনার সরোবরে-
হংসমিথুন যেথায় খেলছে জলকেলি।
সান্ধ্য-আরতিতে ধূপ-প্রদীপে পূজারির হাতে দেবতা পূজিত হয়;
বৃষ্টি ধারায় তোমারি পরশ-সুধা মাখি সর্ব অঙ্গে,
ভোরের আলোয় পথ হাঁটি যেথায় রয়েছে নদীর আঁচল পাতা।
তুমি তো লীলা বোঝো, মন বোঝো না,
বুঝিলে বুঝিতে আমার মনের বেদনা।