২৩শে জানুয়ারী ২০২২


পরিযায়ী পাখির কিচিরমিচির বন্দী হয় ঝিলের টলটলে জলের সন্তরণে,
শিশির ভেজা দূর্বাদল পদদলিত পৌরাণিক মহাকাব্যের গোলক ধাঁধায়।
নীরব কষ্টরা বাসা বাঁধে হৃদয়ের চোরাবালিতে,
শিমুলের তুলায় ভেসে যায় সুখ-পাখি;
বৃক্ষদের গোপন অভিসার আন্দোলিত করে পাখপাখালির সূঁচালো ঠোঁট জুড়ে;
রাতের নিরবতা ভেঙ্গে যায় অকস্মাৎ।
পাতা ঝরার দিন, পৌষের অন্তিম মুহূর্ত;
মনে পড়ে একদা তাদের ও কৈশোর, যৌবনের জোয়ার ছিল।
রজঃস্বলা বৃক্ষ আজ বয়সের ভারে নুয়ে পড়েছে পড়ন্ত-বেলায়;
বেলা বুঝি এভাবেই মুখ লুকায় অনন্ত যাত্রায়- পথ ফুরায় পাওয়ার সংকট সঙ্গী করে।