রচনাকাল- ২১শে জানুয়ারী ২০২১


পড়ন্ত বিকেল সন্নিকটে দন্ডায়মান,
মস্তিষ্কের অনুরণনে বাজেয়াপ্ত সময়ের সমন।
মায়ার কম্পনে প্রকম্পিত আয়ুষ্কাল;
বাগানবিলাসের মোহে ব্যথার কন্টক ফুটন্ত-গোলাপ;
বহমান ক্ষরণের রক্তিম-আভা চোখের পর্দায় ভাসে।
সমুদ্রের নোনা জল ছুঁয়ে যায় কপোল-মানচিত্র-
বাতাসে ‘বেলাশেষে’র দৈববাণী কর্ণগহ্বরে আছড়ে পড়ে।
কথার ভাঁজে ভাঁজে সত্য-মিথ্যা এফোঁড়ওফোঁড় হয়ে- নকশী কাঁথা গায়ে জড়ায় ডারউইনের বিবর্তনবাদ;
জীবনানন্দের বনলতারা শালিক-টিয়ার বেশে নির্জন যমুনার তীরে পুঁথি পাঠের আসর বসায় না।


মোনালিসার রহস্যময়ী চাহনিতে ব্যোমকেশ, ফেলুদা রহস্যের গন্ধ খুঁজতে ঝাঁপিয়ে পড়ে না ।
পরস্ত্রী অপহরণকারী রাবন আজো পরিপূর্ণ খলনায়কের ভূমিকায় বর্তমান;
বাতাসে ধুতুরার গন্ধ ছড়িয়ে পড়ে মৃত্যুর আলিঙ্গনে।
মনের জলছবিতে চিত্রাঙ্গদা উঁকি দিয়ে যায় এলোমেলো সন্ধ্যায়-
চন্দ্রমুখীদের ভালোবাসা জলসা ঘরের আলোকসজ্জায় কালবৈশাখী ঝড়ের আঁধার।