কোন এক সিঁদুর রাঙ্গা গোধূলির ক্ষণে-
আকাশটা নেমে এসেছিল কপোল চুয়ে
বৃষ্টি-প্রেমিকের হাত ধরে;
জীবনের অঙ্কশাস্ত্রে কিছু যোগ-বিয়োগ,
গুণ-ভাগের পসরা সাজিয়ে-
পদ্ম-পাতায় জলকণার সৌন্দর্য বিকোতে।


মুছে যাওয়া পথ খুঁজে ফিরে অপেক্ষার দৃষ্টি;
পথ-হারা পথিক অশ্রুজলের আধারে নিমজ্জিত।
আলো-আঁধারির লুকোচুরি খেলায়
ঠিক-বেঠিক হিসাবটা গড়মিল ঠেকে অঙ্গুলির কড়ে;
চিল-শকুন ঘুরছে/উড়ছে উলঙ্গ নীলিমায়-
নৈর্ঋত থেকে ঈশানে মড়কের আশে।
রৌদ্রের লুকোচুরি খেলায় বিদিশা মানসচিত্ত।
আধো জাগ্রত/আধো নিষুপ্তিতে জীবন রহস্য কুঁড়িতেই দোদুল্যমান।