শ্রাবণের এক শুক্লাপক্ষে পঞ্চমী তিথির দেয়ালে নিকোটিনের ধূসর মেঘপুঞ্জ,
এঁকেছিলো ক্ষুধার্ত প্রলয়ের প্রলেপ।
নিকোটিনের বলয় জুড়ে দাসত্বের শিকল
বন্দিনীর রক্তকরবী বিবর্ণ-বিবস্ত্র;
তবুও অপেক্ষার ডালি সাজানো নির্জন যমুনার তীরে।


নিরন্তর নগ্ন বুকের ভিটেমাটি পুড়ছে দাউ দাউ;
ব্যর্থ নেপোলিয়নকে জানাতে শ্রদ্ধাঞ্জলি।
পুমান তোমার চোখে ডুবে যাওয়া মহেঞ্জোদারো
আজো মহাকালের গর্ভে সাক্ষী দেয়।
সূর্যমুখীর উপহাসের ঠোঁটে চুম্বন আঁকে
দিবাকর বাবু তেজদীপ্ত মধ্যাহ্নে।