রচনা-১৩ই জানুয়ারী ২০২১


চার বেহারার চাঁদের পালকিতে- ঘোমটা টেনে জ্যোৎস্নার সিঁড়ি বেয়ে তুমি এসো,
তোমায় নিয়ে হাজার স্বপ্নের কথামালা সাজিয়ে রেখেছি বরণ ডালায়।
চড়কা কেটে কেটে মেঘের তুলোয় বুনছো কত শত শ্বেত-বসন;
পয়স্বিনী চন্দ্রিকায় বাসর রচিছো তার-ই আঁচল-বিছানায়।
তোমায় নিয়ে সহস্র কাব্য, গল্প , উপন্যাস রচিত;
তবুও অধরা,অদৃশ্য বলয়ে ঘূর্ণায়মান ধরণীর জন্মলগ্ন থেকে।
কুয়াশামাখা চন্দ্রের শিশিরে অবগাহন করো-গঙ্গাজলের পবিত্রতা কাম্পিল্যে।