বিবসনা, ধূলোমাখা শরীরটা পড়ে ছিল রাস্তার ধারে,
ছোপ ছোপ রক্তের দাগ পশুত্বের আঁচড়ে।
হায়েনার কামার্ত লালসার শিকারে,
শেষ হয়ে গেল নব-যৌবন বেঘোরে‌।
কত আশা, আকাঙ্ক্ষা নিমিষেই রইলো পড়ে,
হঠাৎ আসা এক দমকা ঝড়ে।


পাখিরা ডানা ঝাপটালো তরুণীটির আত্নচিৎকারে-
কারো কানে পৌঁছাল না তা ব্যস্ততার ভারে।
নিস্তেজ হয়ে গেল দেহটি অমানুষটির তরে,
কান্না-হাসি, সুখ-দুঃখ হারিয়ে গেল আকাশপাড়ে।
যোনিপথের মানচিত্র অন্ন ভেবে ছিন্নভিন্ন করে-
হাসলো ক্রুর হাসি ক্ষুধার্ত নেকড়ে;
বুক, ঠোঁট, ঘাড়ে লালসার ঢেউ আছড়ে পড়ে।