হে প্রিয়তম, একবার ভালোবাসো;‌
একবার তোমার বুকের উষ্ণতায়-
আমার হিমশীতল, ঘুমন্ত বাসনাকে উত্তপ্ত করে দাও।
হে প্রিয়তম, একবার আলিঙ্গন করো;
সেই আলিঙ্গনে ভেঙে চৌচির হোক বুকের পাঁজর।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
তোমার ধুম্র বিরহিত অধরের অনলে পুড়িয়ে ভস্ম করে দাও –
গোলাপের পাপড়ি যুগলকে।
হে প্রিয়তম, ভুলে যাও অমানিশার আঁধার কে,
ভুলে যাও চন্দ্রালোকের বর্ষণকে।
প্রেমের ষোলো কলা পূর্ণ হোক
তোমার-আমার গোপন অভিসারে।


হে প্রিয়তম, একবার চেয়ে দেখো নয়নের আড়শিতে;
নেশার মানচিত্র এঁকেছি তোমার কামনার আখরে।
হে প্রিয়তম, একবার ছুঁয়ে দেখো কপোলের পৃষ্ঠদেশ;
সহস্র অশ্রুধারা পাবে খুঁজে তোমার বিরহে।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
তোমার অঙ্গুলীর স্পর্শে এলোমেলো হোক পরিপাটি কেশ শয্যা।
হে প্রিয়তম, একবার কাছে এসো;
ব্যথার জমানো বরফ পাহাড় গলে যাক-
তোমার ভালোবাসার উষ্ণতায়।
হে প্রিয়তম, একবার বলো ভালোবাসি;
সব মান-অভিমান ভুলে ভালোবাসার স্বর্গ রচি- ভুবন ডাঙার চরে।