রচনা-১৪ই ফেব্রুয়ারী ২০২১


ভালোবাসীয় তরঙ্গ বরাদ্দ হয়েছে শহরের নর-নারীর হৃদয়ের তারে;
প্রেমের বানে ভেসে যায় লাজ-বেলাজ, বৈধ-অবৈধতার শিকল।
নীলাদ্রি তোমার স্পর্শ আজো বুকের পাঁজরে সেঁটে আছে;
তোমার প্রতিটি স্পর্শই আজো আমার বসন্ত-বিলাস।
তোমার উত্তপ্ত নিঃশ্বাস অগ্নুৎপাত ঘটায় বরফ-শীতল ভূমে,
তুমি জেগে আছো সুপ্ত বাসনার দ্বীপপুঞ্জে শ্বেত-বলাকা হয়ে।


পদধ্বনি শুনি আজো আমি দরজার প্রাচীর ঘিরে;
অপেক্ষার প্রহর গুনে যাই ছলো ছলো আঁখি-পল্লবে।
বাতাসে ভেসে আসে মাতাল সুবাস অংশুক ছেদ করে-
নীলাদ্রি আজো খুঁজে পাই তোমায় প্রতিটি প্রেমিকের অবয়বে;
যেখানে বৈধ-অবৈধ, লাজ-বেলাজ জীবন্ত কিংবদন্তি।