রচনাকাল-৩১শে অক্টোবর ২০২০


শ্বেত শুভ্র বলাকায় রক্তের ছোপ ছোপ দাগ,
নীলাকাশটা ভরে‌ উঠেছে কলঙ্কের কালিমায়।
পিঙ্গলা মলয়ে দুর্গন্ধ ভেসে আসে মানব-চরিত্রের;
স্রোতস্বিনী ময়ুরাক্ষীতে ক্ষুধার্ত হাহাকারের লহরী।
নিয়নের আলোতে মুঠি মুঠি জোনাকির আত্নাহুতি;
শামুকের খোলসে বিবেক, মনুষ্যত্ব, লজ্জা আবদ্ধ।
চন্দ্রের আলোকবর্তিকায় লাশ-পোড়া ধ্রুম্রকুণ্ডলী ।


ফুল বাগিচায় বিষাক্ত সাপের ফোঁস ফোঁস, হাঁসফাঁস-
সময়ের পেন্ডুলামে দুলছে জীবনবোধের কষাঘাত।
চিরচেনা সম্পর্ক গুলো স্বার্থের চাদরে নিদ্রায়িত;
বেখেয়ালি ঝিনুক ফুটেছে বালুকাবেলায় অনন্তকাল।
কুজ্‌ঝটিকায় নেশার আতঙ্ক ছড়িয়ে পড়েছে অগোচরে,
অনন্তলতা জড়িয়ে আছে কুহেলিকার মুক্তো-আবেশে;
আজানুলম্বিত রজনীর দীর্ঘশ্বাস দু’চোখে বাসর রচে।
বিভোরতায় ছুঁয়ে যায় বেদনার কালো মেঘের পালক।