রচনা-২৯শে জানুয়ারী ২০২১


কোকিলের ঠোঁটে ধ্রুপদী সুর-ব্যঞ্জণ
বসন্তের আগমনী বার্তা;
তিন ফসলি জমিনে হরিদ্রার সমুদ্র-নাচন;
রঙ-বেরঙের ফুল কাননে চঞ্চরী, পুলস্ত্যদের অভিসার।
কিশোরীর কর্ণ-লতিকার একখন্ড ভিটায় সোনার ফসল হাসছে অবিরত;
পান্থ পরিযায়ীর নেশার উষ্ণতায় রাঙ্গানো কপোলের উন্মুক্ত ময়দান;
অধরের চুম্বকীয় সঙ্গমে সুনামির সর্বনাশা জলোচ্ছ্বাসে
বাঁধ ভাঙ্গে দেহের কঙ্কণ।


ললাটে শিমুল রাঙ্গা-ময়ুখমালী ছড়ায় প্রেমের পীড়ন-
পরিপাটি খোঁপার পাপড়ি এলোমেলো হয় শীতের পুরুষালী আদিমত্যে।
হৃদয়ের এক চিলতে উঠোন জুড়ে একফালি সুখ- কিচিরমিচির ঝঙ্কারে ভরিয়ে তুলে প্রতিটি ঊষা;
পরদেশী বাবুর পশমীয় কার্পেটে কিশোরীর কাজল ঘেরা নদীর চঞ্চলতা কামনার বর্ষণ উছলায় ।