কত শত রঙের স্বপ্ন,
এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী,
সুখ-দুঃখের কাব্যকথা ;
ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অপাংক্তেয় রয়ে যায়-
কলমের স্পর্শহীনতায় ;
থমকে গেছে কলমের রক্তঝরা আকুলতা,
ডায়েরীর সাথে মিতালী হয়েছে কারাবন্দী ।


কবিতা হারায় ছন্দ, কাব্য;
গল্পেরা খুঁজে পায় না কুল-কিনারা।
সমীকরণ গুলো সমাধানের পথ হারায়;
মনের জমাটবাঁধা স্বরলিপি- সুর খুঁজে না পায়।
অভিমানী কলমটা ভালোবাসার আঁচড় কাটেনা বলে;
লাল-নীল-কালো রঙের আল্পনায় সাজে না ডায়েরীটা‌।
ব্যথার নীলে ভরেছে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত ;
ভালোবাসার মায়াডোর ছিন্ন করে বহে সমান্তরালে।