আজ আমি রাত জাগা পাখি-শুধু তোমার কারণ।
তোমার অপেক্ষায় পথ চেয়ে  থাকি-সেও তোমার কারণ।
তোমাকে খুব ভালোবাসি -সেতো তোমারি কারণ।
তোমাকে ভালোবেসে হয়েছি আমি পরাধীন-
আজ আর আমার নিজের বলে কিছুই নেই।
নিজের ক্ষুধার কথা ভাবিনা, ভাবি তুমি খেয়েছো কিনা!
নিজের কষ্টের কথা ভাবিনা, ভাবি তুমি কষ্ট পাও কি-না!
নিজের সুখ, চাওয়া-পাওয়া হয়েছে বিলীন- শুধুই তোমার তরে।
নিজের খেয়াল খুশি মতো এখন আর কিছু ভাবতে বা করতে পারিনা।


তুমি তো বদলে যাওনি, তুমি তো কষ্ট পাওনি;
আমাকে ভালোবেসে এক আঁজলা বৃষ্টিতে আঁচল ভিজিয়ে দাওনি।
পথের ধারে একগুচ্ছ কদম, কাঠগোলাপ, দোলনচাঁপা হাতে তুলে দাওনি;
ঝিলের জলে ছোট্ট নায়ে পূর্ণিমা তিথিতে কিংবা
শরতের কাশবনে আমায় নিয়ে লুকোচুরি খেলনি ।
এমন অদৃশ্য পরাধীনতার শিকলে কেন বাঁধলে আমায়?