শহরটা আজ ভিজছে অবিরাম বর্ষার আলিঙ্গনে,
ধূলোপড়া সড়ক ঢেকেছে চকচকে আবরণে।
কালো ধোঁয়া আর যান্ত্রিক সীসায় মুমুর্ষ বৃক্ষরাশি
জেগে উঠেছে নতুন আমন্ত্রণে;
পাখিরা গাইছে নতুন সুরে নব-আনন্দ স্মরণে।
শাখে শাখে নবপত্র মেলেছে ডানা সতত অবগাহনে;
বৃষ্টি মাথায় ভ্রমর গুণগুণিয়ে যায় ফুলের কানে কানে।
কপোত-কপোতী নিমগ্ন ব্যস্ত নগরে প্রেমের সুধা পানে;
দিবাকর শরমে ঘোমটা টানে সঙ্গোপনে।


নর-নারী গন্তব্যে ছুটছে জীবিকার অন্বেষণে;
বাস-টেম্পুতে ঝুলন্ত শরীর ভিজছে নির্লজ্জ বর্ষণে।
রিকশায় প্যাডেল মেরে রিকশাওয়ালা ছুটছে পেটের টানে;
ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষুক ঘুরছে দাতা হাতেম পানে।
হকাররা বিলোচ্ছে পণ্য-সমাহার ক্রেতার প্রয়োজনে।
ফুলের পসরা নিয়ে পথশিশুরা দাঁড়ায় জনে জনে;
বৃষ্টির ছোঁয়ায় কাঁপছে ছেঁড়া-ফাঁটা বিবর্ণ বসনে,
দামাল শিশুরা মেতেছে দূরন্তপনায় বাঁধনহারা বাঁধনে।