আজো সন্ধ্যা নামে ধরণীর বুকে, অপেক্ষার প্রহর বয়ে যায়;
নেই শুধু তোমার আমন্ত্রণ।
অমানিশায় ঢেকে থাকে যামিনী,
পঞ্চমী তিথিতে আজো তমালের বনে জোছনা ঝরে;
শুধু তোমার ভালোবাসার উর্মি আছড়ে পড়ে না আমার বালুকাবেলায়।
                                                            
আজো ভোর হয় বারান্দায় কাকের কর্কশ ব্যঞ্জন স্বরে।
শুধু তোমার বার্তা আসেনা হৃদয়ের ম্যাসেঞ্জারে।
টুনটুনি, দোয়েল, শালিক দিনমান শিষ দেয় ' শুভ হোক ' বলে।
প্রতিটি প্রহর , প্রতিটি সকাল আজো আছে;
নেই শুধু তোমার ' শুভ সকাল ' ।
আজো অষ্টপ্রহর বার্তা নিয়ে আসে ' শুভ, অশুভের ' ;
শুধু তোমার ' শুভ হোক ' হারিয়ে গেছে বিরাগের অন্তরালে।