যৈবতী কন্যা পড়ন্ত-বিকালে কালো মেঘের সরোবরে ছবি আঁকে নিমগ্নতায়;
পান্থ-পাখিরা নীড়ে ফেরে বৈকালিক আবেশ গায়ে মেখে।
শুনতে পাও- তাদের অন্তঃক্ষরণের ফুটন্ত বুদবুদ্?
অস্তগামী সূর্যটার শবদেহ গোধূলির শ্মশানে পুড়ছে ; বাতাসে বিষাদের গন্ধ- ক্লান্তিতে ছুঁয়ে যায় ক্ষয়ে যাওয়া স্বপ্নেরা।
বকুল ছড়ানো বৃষ্টিস্নাত পথে হেঁটে চলেছে অনন্তকাল সৌন্দর্যের গ্রাফিতি;
হিজল বিছানো লাল গালিচায় সংবর্ধনায় সিক্ত বেনী দুলানো কিশোরীর রাঙা পা।
পত্রপল্লবে নতুন রঙের মেলা কোন্ সে আগমনীর বারতা?
সমুদ্রের লোনাজলের গর্জন বহুদূর থেকে ভেসে আসে কর্ণকুহরে।
আকাশ পথে মেঘেদের দীর্ঘ ট্রেন লাইনচ্যুত ক্ষণে ক্ষণে,
প্রকৃতির দাবী মেটাতে তবুও প্লাটফর্মে অপেক্ষমাণ চাঁদ-সূর্য।