১৮ই ফেব্রুয়ারী ২০২২


তপ্ত শহরের দেয়াল জুড়ে হিমশীতল শিহরণ , অলীক  অবয়ব ঘুরে বেড়ায় রাতের নিরাবতায়;
বিধ্বস্ত শরীরটা জবুথবু এক টুকরো শিমুলের বিছানায়।
একাকীত্ব ঘিরে রেখেছে প্রিয়জনের স্পর্শে,
স্বপ্ন ভাঙ্গা ঝড়গুলো জমাট বেঁধেছে কংক্রিটের চার দেয়ালে;
বিধিনিষেধের তোয়াক্কা না করা-
ভরা পূর্ণিমা খন্ড-বিখন্ড, ঝুল-বারান্দার নিরাপত্তার ব্যারিকেডে।
জ্যোৎস্না, রাতের আঁধার কানাকানি অতি সঙ্গোপনে;
কলঙ্ক হবে জেনেও ব্যারিকেড উপেক্ষা করে শীতল দু'হাত জ্যোৎস্নার হাত ধরে।
হৃদয়ের ক্ষরণে অদৃশ্য লাভার তপ্ত আঁচ;
চলো না আজ কুয়াশায় ভিজি, স্বপ্ন সাজাই নিরন্তর পথচলার।