মৃদু হাসির শীতটা বিছানায় আয়েশ করে বসেছে,
উত্তরের মলয়ে হেম-বাবু এসেছে নবান্নের উৎসব রাঙাতে।
সোনালী কিরীটে সবুজাভ জমিনটা রাজকন্যার সাজে,
দিগন্ত জুড়ে রাজকীয় আলো ঝলমল করছে ইন্দ্রধনু-রঙে।
দন্তহাসির দৈত্যটা হাড়ে কাঁপন ধরাতে ভীষণ ব্যাকুল;
ফাঁদ পেতে অপেক্ষায়-উন্মুক্ত রক্তমাংসে রসনাবিলাস মিটাতে।
কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতির উলঙ্গ ক্যানভাস।


কন্টক মান্দারের চিরল ফুলে শালিক-টিয়ার আগমন;
নতুন ধানের পিঠা-পুলিতে রসুইঘর ভরে উঠেছে অতিথি আপ্যায়নে।
সুমিষ্ট জলধারা টিপটিপ ঝরছে- গাছিদের সুনিপুণ কারুকার্যে।
সজনের ডালগুলো ধবল ফুলে ফুলে ভরে উঠেছে,
শীত-কম্বলে বাঁধা পড়েছে উত্তরের সমীরণ;
পাড়া-পড়শির ঘুম কেড়েছে রঙীন-চালচিত্র।
পত্রপল্লব ঝরে পড়ছে নব উদ্যমে নবীন-বরণে;
বিনি সুতার রূপালী-হার জড়িয়েছে ঘাসকন্যার দল।


রচনাকাল- ৯ই নভেম্বর ২০২০